Babar Azam: পাক দল থেকে বাদ বাবর আজম, শাহিন আফ্রিদি, বিপর্যের কোপে পাক ক্রিকেটে ধরাশায়ী মহারথীরা

ক মাস আগেও তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছিল বিরাট কোহলির সঙ্গে। পাকিস্তানের অনেকে তো বলছিলেন, বিরাট কোহলির চেয়েও অনেক ভাল ব্যাটার বাবর আজম।

Babar Azam. (Photo Credits: X)

লাহোর, ১৩ অক্টোবর: ক মাস আগেও তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছিল বিরাট কোহলির সঙ্গে। পাকিস্তানের অনেকে তো বলছিলেন, বিরাট কোহলির চেয়েও অনেক ভাল ব্যাটার বাবর আজম। সেই বাবর ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার বাবর আজম জাতীয় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন।

দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর গত সপ্তাহে মুতলানে ইংল্যান্ডের কাছেও প্রথম টেস্টে হারা পাকিস্তান। আর এই ক্রমাগত লজ্জার হারের কোপ পড়ল প্রাক্তন অধিনায়ক বাবর আজমের ওপর। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পাকিস্তানের স্কোয়াড থেকে বাবর আজমের পাশাপাশি বাদ পড়লেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি সুযোগ পেলেন না পেসার নাসিম শাহ-ও। নতুন নির্বাচক কমিটি এসেই একেবারে আক্রমণাত্মক মেজাজে বাবর, আফ্রিদিদের বাদ দিয়ে তরুণ-প্রতিশ্রতিমানদের দলে নিলেন। মঙ্গলবার তাঁর ৩০তম জন্মদিন পালন করবেন বাবর। বেশ কয়েক মাস ধরেই টেস্টে একেবারেই ফর্মে নেই বাবর।

দেখুন ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টেস্ট পাকিস্তানের স্কোয়াড

গত ৯টি টেস্টে বাবর সেঞ্চুরি তো দূরের মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছেন। দেশের মাটিতে বংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাবর আজম করেছিলেন যথাক্রমে ০,২২, ৩১, ১১। এর পর গত সপ্তাহে মুলতান টেস্টে তিনি দুই ইনিংসে করেন যথাক্রমে ৩০,৫। বাবরের পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দলে নেওয়া হল কামরন গুলাম-কে।

০-১ পিছিয়ে থেকে আগামী মঙ্গলবার থেকে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে শান মাসুদের দল । এবার হারলে নেতৃত্ব হারাতে পারেন শান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫০০-র বেশী রান করেও হেরে গিয়েছিল পাকিস্তান।