Team India Takes Gold in Equestrian: ঘোড়ার খেলায় ইতিহাসে এল তৃতীয় সোনা, ৪১ বছর পর এশিয়াডে ইকুস্ট্রিয়ানে সোনা জিতল ভারত

হাংঝৌ এশিয়ান গেমসে তৃতীয় সোনা জিতল ভারত। শ্যুটিং, ক্রিকেটের পর এবার সোনা এল ঘোড়ার খেলা ইকুস্ট্রিয়ান থেকে।

India’s Equestrian Dressage team wins gold. (Photo Credits: X)

Asian Games 2023 India’s Equestrian Dressage team wins gold after 41 years হাংঝৌ এশিয়ান গেমসে তৃতীয় সোনা জিতল ভারত। শ্যুটিং, ক্রিকেটের পর এবার সোনা এল ঘোড়ার খেলা ইকুস্ট্রিয়ান থেকে। যে খেলা থেকে চলতি এশিয়াডে ভারত সোনা জিততে পারে এমন আশা করেননি কেউ। দীর্ঘ ৪১ বছর, ৯টা এশিয়ান গেমস পর ভারত ইকুস্ট্রিয়ানে সোনা জিতল। চিনকে হারিয়ে ভারতকে ইকুস্ট্রিয়ানের ড্রেসেজের দলগত বিভাগে সোনা এনে দিলেন সুদীপ্তি হাজেলা ( Sudipti Hajela), দিব্যাকৃতি সিং (Divyakriti Singh), হৃদয় ছেদা (Hriday Chheda ) ও অনুষ আগরওয়াল্লা (Anush Agarwalla)। সব মিলিয়ে মঙ্গলবার হাংঝৌ এশিয়ান গেমসের তৃতীয় দিনে এখনও ভারতের ঝুলিতে এসেছে তিনটি পদক। ১৯৮২ দিল্লি এশিয়ান গেমসে ইকুস্ট্রিয়ানে মোট তিনটি সোনা জিতেছিল ভারত। এরপর থেকে এশিয়াডে ঘোড়ার খেলা থেকে আর কখনও সোনা জিততে পারেনি টিম ইন্ডিয়া।

ইকুস্ট্রিয়ানে সোনার পাশাপাশি দুটো পদক এসেছে জলের খেলা সেলিংয়ে। সব মিলিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ৩টি সোনা, ৪টি রুপো, ৭টি ব্রোঞ্জ- মোট ১৪টি পদক জেতা হয়ে গেল।

দেখুন ভিডিয়ো

দেখুন সোনাজয়ীদের

অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রোয়িংয়ের পর এবার সেলিং থেকে ভাল সাফল্য পাচ্ছে টিম ইন্ডিয়া। দিনের প্রথম পদকটা আনেন নেহা ঠাকুর। সেলিংয়ের মহিলাদের ডিমঘি-র ILCA4 বিভাগে রুপো জেতেন মধ্যপ্রদেশের ১৭ বছরের মেয়ে নেহা। এরপর ২৯ বছরের ইবাদ আলি সেলিংয়ের ওয়াইন্ডসার্ফার আরএস: X বিভাগে ব্রোঞ্জ জেতেন।

পুরুষদের হকিতে এদিন গ্রুপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে গোলের মালা পরালো ভারতীয় দল। উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারানোর পরে এদিনে সিঙ্গাপুরকে ১৬-১ গোলে হারাল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং চারটি গোল করেন, হ্যাটট্রিক করেন মনদীপ সিং। এবার গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতীয় দল খেলবে গতবারের সোনা জয়ী জাপানের বিরুদ্ধে। চলতি এশিয়াডে পুরুষদের হকিতে ভারতের গ্রুপে আছে পাকিস্তান, জাপান, বাংলাদেশ, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। জাপানকে হারালেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে ভারতের।

মহিলাদের স্কোয়াশে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারাল ভারত। পুরুষদের দলগত স্কোয়াশে গ্রুপের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারাল ভারত। ভারতের হয়ে সহজ জয় পেলেন সৌরভ ঘোষাল, হরিন্দারপাল সিং ও অভয়। ভারতীয় পুরুষ স্কোয়াশ দলের পরবর্তী ম্যাচ কাতারের বিরুদ্ধে।

ফেন্সিংয়ের ব্যক্তিগত সাবরে বিভাগের গ্রুপের সব কটা ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে চিনের শাও কিয়াকির কাছে হেরে বিদায় নিলেন ভারতের তারকা ফেন্সার ভবানী দেবী (Bhavani Devi)।

এশিয়াডে পুরুষদের সিঙ্গলসে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে টিকে আছেন শুধু সুমিত নাগাল। এদিন প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন রামকুমার রামানাথন। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের এক নম্বর বাজি অঙ্কিতা রায়না। তবে তৃতীয় রাউন্ডে হারলেন অপর ভারতীয় ঋতুজা ভোসলে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now