Argentina vs Brazil Live streaming: কখন, কোথায় কীভাবে বিনামূল্য সরাসরি দেখবেন আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ
রাত পোহালেই বিশ্ব ফুটবলের মহারণ। বুধবার ভারতীয় সময় ভোর পাঁচটায় ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল। মেসিরা ২৬টা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছেন। সেখানে যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল একটা ড্র ছাড়া সব ম্যাচে জিতে ইতিমধ্যেই কাতারের টিকিট কেটে ফেলেছে।
বুয়েন্স আয়ার্স, ১৬ নভেম্বর: রাত পোহালেই বিশ্ব ফুটবলের মহারণ। বুধবার ভারতীয় সময় ভোর পাঁচটায় ২০২২ কাতার বিশ্বকাপের (2022 FIFA World Cup Qualifier) যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা (Argentina)-ব্রাজিল (Brazil)। লিওনেল মেসি (Lionel Messi- রা ২৬টা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছেন। সেখানে যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল একটা ড্র ছাড়া সব ম্যাচে জিতে ইতিমধ্যেই কাতারের টিকিট কেটে ফেলেছে। ক মাস আগে ব্রাজিলকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা খেতাব জেতা আর্জেন্টিনাকে বিশ্বকাপে জেতে হলে এখনও ৬ পয়েন্ট পেতে হবে। ২০২২ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে প্রথম সাক্ষাতে নজিরবিহীন কায়দায় খেলা শুরুর কিছু পরেই ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল।
ব্রাজিলে হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনার তিন ফুটবলারদের বিরুদ্ধে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা তিনজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত বিধিমালা ভঙ্গের অভিযোগ তুলে ম্যাচ বাতিল করে দিয়েছিলেন। সেই ম্যাচের ফলাফল কী হবে তার ভাগ্যও এখনও ঝুলে। এরমাঝেই এসে পড়ল আরও একটা ম্যাচ। আরও পড়ুন:
২০২২- এ অস্ট্রেলিয়ার যে সব ভেন্য়ুতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঘোষণা আইসিসির
এবার এই ম্যাচ হবে মেসিদের ডেরায়। চোট পাওয়ায় মেসিদের বিরুদ্ধে ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। তবে ব্রাজিলের ফুটবলাররা অনেকটা খোলা মনে নামতে পারবেন। কারণ পেলের দেশ ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেন। তবে কোপায় ফাইনালে হারের শোধ নিতে মরিয়া ব্রাজিল। অন্যদিকে, মেসিরা চাইবেন এই ম্যাচে জিতে বিশ্বকাপের টিকিট কার্যত নিশ্চিত করতে।
কবে-কখন ফিফা ২০২২ বিশ্বকাপের যোগ্যতাপর্বে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ অনুষ্ঠিত হবে
বুধবার, ১৭ নভেম্বর, ভারতীয় সময় ভোর পাঁচটায় আয়েজিত হবে এই ম্যাচ।
কোথায় আয়োজত হবে এই খেলা
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের মুনুমেন্টাল আন্টোনিও ভেসপুচিও লিবার্টি স্টেডিয়ামে (Estadio Monumental Antonio Vespucio Liberti) আয়োজিত হবে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ।
ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে এই খেলা
সোনি টেন ও সোনি সিক্সের মধ্যমে বুধবার ভোর পাঁচটা থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ।
পয়েন্ট তালিকায় দুটি দেশ কোন জায়গায় দাঁড়িয়ে
ব্রাজিল (১২ ম্যাচে ৩৪ পয়েন্ট) ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। সেখানে আর ছ পয়েন্ট পেলেই আর্জেন্টিনার (১২ ম্যাচে ২৮ পয়েন্ট) ২০২২ বিশ্বকাপে খেলা সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাবে। ১০ দলের রাউন্ড রবীন লিগে ব্রাজিল আছে শীর্ষে, আর্জেন্টিনা দুই নম্বরে। তিন, চার, পাঁচে আছে যথাক্রমে ইকুয়েডর (২০ পয়েন্ট), চিলি (১৬ পয়েন্ট), কলম্বিয়া (১৬ পয়েন্ট)। দক্ষিণ আমেরিকা থেকে চারটি দেশ সরাসরি কাতার বিশ্বকাপে খেলবে। আর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা দেশকে প্লে অফে জিতে বিশ্বকাপের টিকিট পেতে হবে।