Novak Djokovic Declared Honorary Citizen Of Visoko: বসনিয়ার ভিসোকো শহরে সম্মানিত নাগরিক হলেন নোভাক জকোভিচ

বসনিয়া ও হারজেগোভিনার ছোট্ট শহর ভিসোকো, সেখানকার সম্মানীয় নাগরিক হলেন ২১-তম গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)।

Novak Djokovic(Photo Credits: @DjokerNole)

সারাজেভো, ১৪ জুলাই:   বসনিয়া ও হারজেগোভিনার ছোট্ট শহর ভিসোকো, সেখানকার সম্মানীয় নাগরিক হলেন ২১-তম গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। জিনহুয়া সূত্রের খবর, মাত্র তিনদিন আগেই সপ্তম বারের জন্য উইম্বলডন জিতে নিয়েছেন নোভাক জকোভিচ। তিনি এখন বসনিয়ায় এসেছেন সিঙ্গল ও ডাবলসের প্রদর্শনীতে এসেছেন। আরও পড়ুন-Bihar: বিহারে নয়া নির্দেশিকা, দ্বিতীয়বার বিয়ে করলেই নিতে হবে সরকারি অনুমতি

ভিসোকো শহরের মেয়র মির্জা গনিক নোভাক জকোভিচকে সম্মানিত নাগরিকের শংসাপত্র প্রদান করবেন। এবং ভিসোকো শহরকে বিশ্বের প্রচারে নিয়ে আসায় তাঁকে ধন্যবাদও জানান মেয়র। বিশ্বজুড়ে ৭০টি মিডিয়া এই সংবাদ কভার করেছে।