French Open 2022: জোড়া অঘটনে একই দিনে বিদায় মেদভেদেভ, সিসিপাস
ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে জোড়া অঘটন। একই দিলেন বিদায় নিলেন নাদাল-জকোভিচদের বিপরীত অর্ধে থাকা টুর্নামেন্টের দুই ফেভারিট-মেদভেদেভ ও সিসিপাস।
প্যারিস, ৩১ মে: ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে জোড়া অঘটন। একই দিলেন বিদায় নিলেন নাদাল-জকোভিচদের বিপরীত অর্ধে থাকা টুর্নামেন্টের দুই ফেভারিট-মেদভেদেভ ও সিসিপাস। চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন বিশ্বের দু নম্বর তথা চলতি ফরাসি ওপেন জয়ের অন্যতম ফেভারিট ড্যানিলে মেদভেদেভ। ক্রোয়েশিয়ার মারিন চিলিচের কাছে রাশিয়ান মেদভেদেভ হারলেন ৬-২,৬-৩,৬-২। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে ডেনমার্কের ১৯ বছরের হোলগার রুনের কাছে চতুর্থ বাছাই গ্রিসের স্টেফানোস সিসিপাস হারলেন ৫-৭, ৬-৩,৩-৬,৪-৬। কোয়ার্টার ফাইনালে চিলিচ খেলবে সপ্তম বাছাই রুভলেভের বিরুদ্ধে। আর সিসিপাসকে হারানো রুনে খেলবেন রুডের বিরুদ্ধে।
দেখুন টুইট
আজ, মঙ্গলবার পুরুষদের দুটি উত্তেজক কোয়ার্টার ফাইনাল। ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি তিন নম্বর বাছাই আলেজান্দার জেভরেভের সামনে স্পেনের বিষ্ময় প্রতিভা কার্লস আলকারাজ গার্ফিয়া। এরপর রাত ১২টা ১৫ (ভারতীয় সময়) মিনিটে মুখোমুখি নোভাক জকোভিচ-রাফায়েল নাদাল।
ফরাসি ওপেনে গতবার সেমিফাইনালে নাদালকে চার সেটের লড়াইয়ে জিতেছিলেন জকোভিচ। চলতি টুর্নামেন্টে দুটো সেট হেরে কোয়ার্টার ফাইনালে নামা নাদালের কাছে এই ম্যাচ প্রতিশোধের, আর জকোভিচের কাছে প্রত্যাবর্তনের।