Shakib Al Hasan May Contest 2024 Election: ক্রিকেটের পর এবার রাজনীতির ময়দানে সাকিব, শাসক দলের হয়ে লড়বেন আগামী নির্বাচন
আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন নাসিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাকিব।
ক্রিকেটের ময়দানে ছক্কা হাঁকিয়ে এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন বাংলাদেশী তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট অধিনায়ক রাজনীতিতে প্রবেশ করার অনুষ্ঠানিক ঘোষণা করে ফেলেছেন। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে লড়বেন সাকিব। শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগের (Awami League) কাছ থেকে ইতিমধ্যেই নিজের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন নাসিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাকিব। ক্রিকেট অলরাউন্ডারকে দলে স্বাগত জানিয়ে নাসিম আরও বলেন, 'সাকিব একজন তারকা। দেশের তরুণ প্রজন্মের মধ্যে তাঁর দারুণ জনপ্রিয়তা রয়েছে'।