Sex Journey: যৌনতার খোঁজে ১৩ হাজার কিলোমিটার পার, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে সঙ্গী পেতে হাম্পব্যাক তিমি

Whale, Representative Image (Photo Credit: File Photo)

সঙ্গীর খোঁজে ১৩০০০ কিলোমিটার পাড়ি দিল হাম্পব্যাক তিমি (Humpback Whale)। শুনতে অবাক লাগলেও, এবার কলম্বিয়ার প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর জ়ানজ়িবারে চলে আসে হাম্পব্যাক  তিমি। সঙ্গীর খোঁজে, যৌনতা (Sex Journey) উপভোগ করতে মহাসমুদ্রের ১৩০০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে হাম্পব্যাক তিমি চলে আসে জ়ানজ়িবারে। প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে ১৩ হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে এই প্রথম কোনও জলজ প্রাণী নিজের যৌন সঙ্গী খুঁজতে হাজির হয়। এমন তথ্য রেকর্ড করা হয় সমুদ্র বিজ্ঞানীদের তরফে। দিনের পর দিন ধরে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেখানে খাবার থেকে সঙ্গী, সবকিছুই পালটাতে শুরু করেছে। আবহাওয়ার গতিবিধির সঙ্গে পাল্লা দিয়ে এবার পালটে যাচ্ছে জলজ প্রাণীদের জীবনযাপন এবং খাদ্যাভাষও। আর সেই কারণেই এবার যৌন সঙ্গী খুঁজতে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে এসে পৌঁছেছে হাম্পব্যাক তিমি। ১৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই হামব্যাক তিমি নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছেছে শুধুমাত্র সঙ্গীর খোঁজে।

হামব্যাক তিমির এই সফর রেকর্ডের পর তা প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়ে যায়...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)