Mpox: ভয় ধরিয়ে এবার এমপক্স ফিলিপিন্সেও, সাবধানবাণী WHOর

এমপক্স (MPOX) নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ঠিকমত সাবধানতা না নিলে কোভিডের (Covid-19) পর আরও একটা অতিমারির মাত্রা পেতে পারে এমপক্স।

Monkey Pox Cases Rise in China (Photo Credit: NDTV & Fawoh Nancy/ X)

এমপক্স (MPOX) নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ঠিকমত সাবধানতা না নিলে কোভিডের (Covid-19) পর আরও একটা অতিমারির মাত্রা পেতে পারে এমপক্স। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে মহামারীর পর্যায়ে যাওয়ার পর সুইডেনে ঢুকে পড়ে এটি। এরপর পাকিস্তানেও মেলে এমপক্স আক্রান্ত।

এদিন, ফিলিপিন্সে মিলল এমপক্স ভাইরাসে আক্রান্ত। রাজধানী ম্যানিলায় ৩৩ বছরের এক ব্যক্তির দেহে মিলল এমপক্স ভাইরাল। তাঁর গোটী শরীর ব়্যাশ বের হয়, এবং জ্বর আসার পর রক্ত পরক্ষা করা হয়েছিল। সেই ব্যক্তি কখনও বিদেশে যাননি। চলতি বছর এটাই ফিলিপিন্সে প্রথম এমপক্সের ঘটনা। গত বছর ফিলিপিন্সে ৯জন এমপক্সে আক্রান্ত হন।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)