Brazil Boat Capsize Video: বন্যায় ফুলে উঠছে জল, সেতুর ধাক্কায় নদীতে ডুবল নৌকা, ভয়াবহ ভিডিয়ো
বন্যার (Flood) চোটে যখন সেতু ভেঙে পড়ছে, সেই সময় হঠাৎ করে মাঝ নদীতে নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। ব্রাজিলে (Brazil) এমনই এক ভয়াবহ ভিডিয়োর জেরে চাঞ্চল্য ছড়ায়। সংশ্লিষ্ট ভিডিয়োটি গত ৪ মে-র। ওইদিন ব্রাজিলে যখন ভয়াবহ বন্যা শুরু হয়, সেই সময় নদীর মাঝে একটি সেতু ভেঙে পড়তে শুরু করে। যে সেতুর ধাক্কায় যাত্রী বোঝাই একটি নৌকা কার্যত ডুবে যায়। ঘটনার জেরে সঙ্গে সঙ্গে ৭৪ জন যাত্রী আহত হন। পাশাপাশি ৬৭ জনের কোনও খোঁজ এখনও মেলেনি। দুর্ঘটনার ২ দিন পর এখনও ওই ৬৭ জন বেঁচে রয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।
সম্প্রতি ব্রাজিলে ভয়াবহ বন্যা দেখা দেয়। ব্রাজিলে ভয়াবহ বন্যার জেরে এখনও পর্যন্ত ৮৮ হাজার মানুষ প্রায় গৃহহীন। শেষ পরিসংখ্যান অনুযায়ী, বন্যার জেরে ১৬ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন স্কুল, জিম-সহ একাধিক জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্যার ভয়াবহতায় প্রতিদিনের জীবন কার্যত অসংলগ্ন হয়ে পড়েছে ব্রাজিলে। যার জেরে প্রায় ৮ লক্ষ মানুষ শুধু পানীয় জল পাচ্ছেন না। সেই সঙ্গে অন্য অসুবিধার মুখোমুখিও হতে শুরু করেছেন মানুষ।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)