WestBengal : আর বিনামূল্যে নয় চিকিৎসা, বাইরের দেশ থেকে সরকারী হাসপাতালে এলে এবার দিতে হবে পরিষেবা চার্জ

বাইরের দেশ থেকে আপৎকালীন পরিস্থিতিতে সরকারী হাসপাতালে ভর্তি হলে দিতে হবে পরিষেবা চার্জ

Hospital (Photo Credit: IANS)

এবার থেকে বাইরের কোন রোগী রাজ্য সরকারের হাসপাতালে ভর্তি হলে তাকে দিতে হবে কিছু চার্জ। নতুন নিয়ম জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। নতুন নিয়মে এবার থেকে বাইরে থেকে এসে এর্মাজেন্সি বিভাগে চিকিৎসা করানোর ক্ষেত্রে দিতে হবে অর্থ।

এর আগে হাসপাতালে চিকিৎসার জন্য সেভাবে কোন পয়সা নেওয়া হত না বিদেশ থেকে আগত রোগীদের কাছে। তবে এই নিয়মে কিছু পরিবর্তন আনা হচ্ছে যেখানে দেশের বাইরে থেকে আসা রোগীদেরকে দিতে হবে পরিষেবা চার্জ।