West Bengal: রাজ্য নির্বাচন কমিশনারকে হিংসা কবলিত এলাকার রিপোর্ট পাঠালেন রাজ্যপাল
রিপোর্ট পাঠানোর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে একটি মুখবন্ধ চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে বেরিয়ে ছিলেন রাজ্যপাল। সেখানে তিনি নির্বাচনের আগে হওয়া হিংসা কবলিত এলাকাগুলি খতিয়ে দেখেন, কথা বলেন সেখানকার মানুষদের সঙ্গে।দিনহাটাতে হওয়া ঘটনাতে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান তিনি।
এর পাশাপাশি মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে সমস্ত অশান্তির ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য মুখবন্ধ খামে পাঠিয়েছেন রাজ্যপাল। এর পাশাপাশি রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠান তিনি।
৮ জুলাই রাজ্য পঞ্চায়েত ভোট। তার আগে যাতে কোনরকম হিংসার ঘটনা না ঘটে সে বিষয়ে যথেষ্ট তৎপর রাজ্যপাল।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)