Lok Sabha Elections 2024: বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ৩ কেন্দ্রেই ৭০ শতাংশের ওপর ভোট পড়ল

দ্বিতীয় দফায় বাংলার তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর নির্বিঘ্নেই ভোট হচ্ছে।

104-Year-Old Man, Country's First Voter, Casts Vote In Himachal Bypoll. (Photo Credits: Twitter)

দ্বিতীয় দফায় বাংলার তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর নির্বিঘ্নেই ভোট হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রেই ৭০ শতাংশের ওপর ভোট পড়েছে। তুলনায় বেশী ভোট পড়েছে বালুরঘাটে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্রে ভোটদানের হার বিকেল পাঁচটা পর্যন্ত ৭২.৩ শতাংশ। সেখানে দার্জিলিংয়ে ভোট পড়েছে ৭১.৪১ শতাংশ ও রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ।

২০১৯ লোকসভায় এই তিন কেন্দ্রে ভোটদানের হার ছিল- বালুরঘাট (৮৩.৬৯%), দার্জিলিং (৭৮.৮%) ও রায়গঞ্জ (৭৯.৮২%)।

এদিন, দেশের মধ্যে ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে ত্রিপুরা। আর শতাংশের বিচারে সবচেয়ে কম ভোটদান হয়েছে মহারাষ্ট্রে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)