Lok Sabha Elections 2024: রাজ্যে প্রথম দফায় ৮০ শতাংশের ওপর ভোট পড়লেও গতবারের চেয়ে কম

লোকসভা নির্বাচনে ২০২৪-এ বাংলায় হওয়া তিনটি আসনে প্রথম দফার ভোটে ৮০ শতাংশের ওপর ভোট পড়ল। নীতীশ প্রামাণিকের কোচবিহারে ভোটদানের হার দাঁড়াল ৮২.১৭ শতাংশ।

Election, Representational Image (Photo Credit: ANI)

লোকসভা নির্বাচনে ২০২৪-এ বাংলায় হওয়া তিনটি আসনে প্রথম দফার ভোটে ৮০ শতাংশের ওপর ভোট পড়ল। নীতীশ প্রামাণিকের কোচবিহারে ভোটদানের হার দাঁড়াল ৮২.১৭ শতাংশ। ৭৯.৭৬ শতাংশ ভোট পড়ল আলিপুরদুয়ারে। রাজ্যে তিনটির মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়ল জলপাইগুড়ি-তে। জলপাইগুড়িতে ভোটদানের হার ৮৩.৬৬ শতাংশ। তিনটি লোকসভা কেন্দ্রেই গতবারের চেয়ে কম ভোট পড়ল। আলিপুরদুয়ারে ২০১৯ লোকসভা নির্বাচনের থেকে ৪ শতাংশ কম ভোট পড়ল। গতবারের চেয়ে কোচবিহারে ১.৯ শতাংশ, জলপাইগুড়িতে ২.৯ শতাংশ কম ভোট পড়ল।

এবার লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ চোখে পড়ছে না। এমন কথা বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, আরও দুটি দফা ভোট হলে ভোটের আঁচ গায়ে লাগবে। তেমনটা অবশ্য ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে দেখা যায়নি।

দেখুন খবরটি