Kolkata Metro Railway: মেট্রোয় আবার বিভ্রাট, সিগনালিং ত্রুটিতে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ পরিষেবা

ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট! শুক্রবার সকালে সিগনালিং ত্রুটির কারণে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বেশ কিছু সময়ের জন্য থমকে যায় মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু সময় পর অবশ্য মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। এদিন সকালে দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। তবে কী কারণে বন্ধ ছিল, তা এখনও জানা যায়নি।

কিছু সময় পরে স্বাভাবিক হয় পরিষেবা। দমদম থেকে ফের মেট্রো চালু হয়। যাত্রীদের বক্তব্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার পর আচমকাই পরিষেবা বিভ্রাটের কথা জানানো হয়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক মেট্রো। ঘোষণা করা হয়, অনিবার্য কারণে জন্য দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। আপ এবং ডাউন— দুই লাইনেই মিলবে না পরিষেবা। যাত্রীদের মেট্রোর কামরা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনের শুরুতে মেট্রো বিভ্রাটের কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো ছেড়ে সড়কপথে বা অন্য ভাবে গন্তব্যে পৌঁছোতে হয় তাঁদের।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement