Sukanta Majumdar: মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি থাকবে বাংলাজুড়ে। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি থাকবে বাংলাজুড়ে। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তবে পুজোর সময় এই প্রতিবাদ বন্ধ থাকবে। কিন্তু পুজো মিটতেই নবান্ন অভিযানের মতো কর্মসূচি থাকছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সুকান্ত বলেন, "পুজোর আগে অবধি এই প্রতিবাদ চলবে। তবে পুজোর সময় শহরবাসীর যাতে কোনও অসুবিধা না হয়, সেইজন্য এই প্রতিবাদ কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। তবে পুজো শেষ হলেই আবার আমাদের কর্মসূচি শুরু হবে। যার মধ্যে অন্যতম নবান্ন অভিযান। তবে পুজোর আগে কর্মসূচি তুলে নিচ্ছি মানে মুখ্যমন্ত্রী যেন এটা না ভাবেন আমরা চুপ হয়ে যাচ্ছি। ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে"।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)