WWE Superstar Bray Wyatt Dies:মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট তারকা ব্রে ওয়াট (দেখুন টুইট)

রেসলিং জগতে ‘দ্য ফিন্ড’ নামে পরিচিত ছিলেন ব্রে ওয়াট। বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে রেসলিং রিং তো বটেই টেলিভিশনও দেখতেন না।

Bray Wyatt died Photo Credit: Twitter@TripleH

মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) তারকা ব্রে ওয়াট। ব্রে ওয়াটের মৃত্যুর খবর সর্বপ্রথম জানান রেসলিং জগতের কিংবদন্তি ও  ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট সংস্থার কর্মকর্তা ট্রিপল এইচ। ট্রিপল এইচ টুইটারে ওয়াটের মৃত্যুর খবর দিয়ে লেখেন, “সবেমাত্র WWE হল অফ ফেম মাইক রোটুন্ডা চরম দুঃসংবাদ জানিয়েছেন। আমাদের WWE পরিবারের সদস্য উইন্ডহ্যাম রোটুন্ডা যিনি ব্রে ওয়াট নামে পরিচিত, অপ্রত্যাশিতভাবে আজ তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।”

Just received a call from WWE Hall of Famer Mike Rotunda who informed us of the tragic news that our WWE family member for life Windham Rotunda - also known as Bray Wyatt - unexpectedly passed earlier today. Our thoughts are with his family and we ask that everyone respect their…

রেসলিং জগতে ‘দ্য ফিন্ড’ নামে পরিচিত থাকলেও ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহ্যাম রোটুন্ডা।তিনি বংশের তৃতীয় প্রজন্মের কুস্তিগির ছিলেন। তাঁর বাবা হলেন রেসলিংয়ে হল অফ ফেম খ্যাত মাইক রোটুন্ডা এবং দাদুর নাম ব্ল্যাকজান মুলিগান। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টএর সঙ্গে যুক্ত থাকলেও ২০২৩ এর প্রথম থেকেই  শারীরিক অসুস্থতার কারণে  WWE-তে গত কয়েক মাস অনিয়মিত ছিলেন ব্রে। অসুস্থতার কারণে রেসলিং রিং তো বটেই টেলিভিশনও দেখতেন না।  বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়। একবার ডব্লিউডব্লিউই এবং দু’বার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াট (Bray Wyatt)।  ব্রে ওয়াট। ব্রে ওয়াটের এই আচমকা প্রয়াণে শোকের ছায়া WWE জগতে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif