Paris 2024 Olympics, Day 11, Medal Tally: সবচেয়ে বেশী পদক নিয়ে চিনকে টপকে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, ষাটের পেছনে ভারত

প্যারিস অলিম্পিকে চিনকে পেছনে ফেলে ২৪টি সোনা, ৩১টি রূপো ও ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পদকের সংখ্যার নিরিখে মোট ৮৬টি পদক বাকি বিশ্বের সব দেশের থেকেই অনেক এগিয়ে রয়েছে মার্কিনরা

Noah Lyles (Photo Credit: @Olympics/ X)

চলতি প্যারিস ২০২৪ অলিম্পিক (Paris 2024 Olympics) গেমসে বিশ্বের সেরা অ্যাথলিটরা ব্যক্তিগত গৌরব এবং জাতীয় গর্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোন দেশ সবচেয়ে বেশি পদক জয়ের গৌরব অর্জন করবে সেই নিয়ে চলছে লড়াই। প্যারিস অলিম্পিকে চিনকে পেছনে ফেলে ২৪টি সোনা, ৩১টি রূপো ও ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পদকের সংখ্যার নিরিখে মোট ৮৬টি পদক বাকি বিশ্বের সব দেশের থেকেই অনেক এগিয়ে রয়েছে মার্কিনরা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে চিন মোট ৫৮টি পদক নিয়ে যেখানে সোনা রয়েছে মোট ২২টি। অস্ট্রেলিয়া, আয়োজক ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন যথাক্রমে পরের এই তিন স্থান দখল করে আছে। ভারতের হয়ে গতকাল ভিনেশ ফোগাট ফাইনালে জায়গা করে পদক নিশ্চিত করলেও পোডিয়ামে উঠতে সফল হয়নি কেউ। প্রথমদিকে যেটা মাত্র ৩টি ব্রোঞ্জ পদকে ভারত পদক তালিকায় অনেক পিছিয়ে গেছে এবং গতকালের তালিকায় ৬৩৩ম স্থানে জায়গা করেছে। Indian Hockey Team: অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে সেমিতে হার ভারতের, ব্রোঞ্জ ম্যাচে প্রতিপক্ষ স্পেন

দেখুন পদকের তালিকা

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif