IPL Season 17 Playoffs Tickets: আজ সন্ধ্যা থেকেই হাতে আসবে আইপিএল প্লে অফের টিকিট, কি ভাবে কাটবেন টিকিট? (দেখুন বিস্তারিত)

ক্রিকেটের সূচী অনুসারে আইপিএল ২০২৪( IPL 2024) এর প্লে অফগুলি আহমেদাবাদ এবং চেন্নাইতে অনুষ্ঠিত হবে।কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে।বাকি আছে আরও তিনটি স্পট।

IPL LOGO Photo Credit: Twitter@IPL

আজ (১৪ মে,মঙ্গলবার) থেকে বিক্রি শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ এর  প্লে অফের টিকিট।  ১৪,১৫, ২০ এবং ২১ মে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে  সংশ্লিষ্ট কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য টিকিট কেনা যাবে। কোয়ালিফায়ার ১, কোয়ালিফায়ার ২, এলিমিনেটর এবং ফাইনালের টিকিট আইপিএল ওয়েবসাইট (IPL website) , পেটিএম অ্যাপ( Paytm App), পেটিএম ইনসাইডার (Paytm Insider App) এবং ইনসাইডার.ইন ( insider.in )থেকে কেনা যাবে। ক্রিকেটের সূচী অনুসারে আইপিএল ২০২৪( IPL 2024) এর প্লে অফগুলি আহমেদাবাদ এবং চেন্নাইতে অনুষ্ঠিত হবে।কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে।বাকি আছে আরও তিনটি স্পট। রাজস্থান রয়্যালসের ঝুলিতে ১৬ পয়েন্ট থাকায় ধরেই নেওয়া যায় রাজস্থানও প্লে-অফে যাবে। ১৬ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসেরও। তবে ইতিমধ্যেই বিদায় হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now