Hero I-League: কলকাতার টিম হোটেলে করোনার প্রকোপ, কোভিডের দাপটে বন্ধ আই লিগ
দেশের ক্লাব ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট 'হিরো আই লিগ'-এ কলকাতার আই লিগের টিম হোটেলে একের পর এক কোভিড আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হল আই লিগ। আপাতত দু সপ্তাহের জন্য বন্ধ রাখা হচ্ছে আই লিগ। এমন কথাই জানিয়েছেন আয়োজকরা।
দেশজুড়ে ফিরেছে করোনার ঢেউ। করোনা, ওমিক্রনের দাপটে দেশে ফের কড়া কোভিড বিধি চালু হয়েছে। বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এবার করোনার ঢেউ আছড়ে পড়ল আই লিগে। দেশের ক্লাব ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট 'হিরো আই লিগ'-এ কলকাতার আই লিগের টিম হোটেলে একের পর এক কোভিড আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হল আই লিগ। শোনা যাচ্ছে করোনায় ১৫ জন ফুটবলার আক্রান্ত হয়েছেন। ফলে আপাতত দু সপ্তাহের জন্য বন্ধ রাখা হচ্ছে আই লিগ। এমন কথাই জানিয়েছেন আয়োজকরা।
পরে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সূচি ঘোষণা করা হবে। বায়ো বাবলের মধ্যেই হচ্ছিল টুর্নামেন্ট। কিন্তু বায়ো বাবলের মধ্যে থেকেই টিম হোটেলে করোনার স্রোত ঢুকে পড়ায় বন্ধ করা হল টুর্নামেন্ট। আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, কাল জানা যাবে মহারাজ ওমিক্রনে আক্রান্ত কি না
দেখুন টুইট