Mohun Bagan Super Giant: ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে মোহনবাগান সুপার জায়ান্ট হবে এটিকে মোহনবাগান

২০২২-২৩ সালের আইএসএল জয়ের রাতে এই ঘোষণা সেই উদযাপনকে আরও বাড়িয়ে তোলে

Mohan Bagan (Photo Credit: Mohan Bagan FC/ Twitter)

আগামী ১ জুন থেকে ক্লাবের নাম বদল করে 'মোহনবাগান সুপার জায়ান্ট' রাখার সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান। ২০২২-২৩ সালের ইন্ডিয়ান সুপার লিগ জয়ের দিনই সবুজ-মেরুন ব্রিগেডের প্রধান মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রথম ঘোষণা করেছিলেন নাম বদলের ব্যাপারে। অ্যাটলেটিকো দে কলকাতার সঙ্গে মিশে যাওয়ার পর থেকে মোহনবাগান সমর্থকরা ক্লাবের নাম থেকে 'এটিকে' উপসর্গ তুলে নেওয়ার বিরুদ্ধে সরব হন। তবে এসব দাবি উপেক্ষা করা হলে সবুজ-মেরুন সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। ক্লাবের সমর্থকরা ম্যাচ বয়কটের পথও বেছে নেন। অবশেষে, ২০২২-২৩ সালের আইএসএল জয়ের রাতে এই ঘোষণা সেই উদযাপনকে আরও বাড়িয়ে তোলে, কারণ ঐতিহ্যগত সমর্থকদের আবেদন শোনা গিয়েছিল। আর মাত্র দুই সপ্তাহের মধ্যে "মোহনবাগান সুপার জায়ান্ট" অফিসিয়াল করা হবে।