Mohun Bagan SG vs Jamshedpur FC Result: শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে স্মরণীয় প্রত্যাবর্তন ঘটিয়ে জয় মোহনবাগানের

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি (৩-২)

Mohun Bagan SG vs Jamshedpur FC (Photo Credit: 90ndstoppage/ X)

গতকাল ১ নভেম্বর ১০ জনের জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) ৩-২ গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan SG)। তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট এবং অষ্টম স্থানে থাকা জামশেদপুর এফসির মধ্যে খেলায় এই জয়ের ফলে মোহনবাগান সুপার জায়ান্ট চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। শুরুতেই গোল করার চেষ্টা করে ষষ্ঠ মিনিটে মহম্মদ সানাম (Mohammed Sanam) প্রথম গোল করেন জামশেদপুরের হয়ে। মেরিনার্সরা সমতার সন্ধান করে ২৯ মিনিটে গোল করেন আরমান্দো সাদিকু (Armando Sadiku)। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে লিস্টন কোলাকো (Liston Colacco) গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মেরিনার্স। ৬৭ মিনিটে গোলকিপার টিপি রেহেনেশ (TP Rehenesh) লাল কার্ড পান। মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের কিছু পরিবর্তন করে এবং ৭৩ মিনিটে গ্ল্যান মার্টিন্সের (Glan Martins) পরিবর্তে মাঠে আসা কিয়ান নাসরি (Kiyan Nassri) ৮০ মিনিটে গোল করেন। শেষ মুহূর্তে স্টিভ আমরি জামশেদপুরের হয়ে গোল করলেও খেলা তাঁদের হাতের বাইরে চলে যায়। FIFA World Cup 2034: সরল অস্ট্রেলিয়া, ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now