Durand Cup 2024: পঞ্জাবকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগানকে এতটা চাপে ফেলে দেবে পঞ্জাব এফসি তা অবশ্য বুঝতে পারেনি মোহনবাগান কোচ মলিনা। তাই বল পজেশনে এগিয়ে থাকলেও বারবার মোহন ডিফেন্সকে বিপদে ফেলছিল পঞ্জাব। নির্ধারিত এবং অ্যাডেড টাইমে স্কোরলাইন ৩-৩ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব এফসিকে ৬-৫ গোলে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগানকে এতটা চাপে ফেলে দেবে পঞ্জাব এফসি তা অবশ্য বুঝতে পারেনি মোহনবাগান কোচ মলিনা। তাই বল পজেশনে এগিয়ে থাকলেও বারবার মোহন ডিফেন্সকে বিপদে ফেলছিল পঞ্জাব। নির্ধারিত এবং অ্যাডেড টাইমে স্কোরলাইন ৩-৩ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাই ম্যাচের ভাগ্য চলে গিয়েছিল পঞ্জাবের গোলরক্ষক রবি কুমার ও মোহনবাগানের বিশাল কাইথের হাতেই। কিন্তু শান্ত মাথার জেসন কামিন্সের প্রথম শটই কিক পোস্টে লাগে।এরপর মনবীর গোল করলেও। প্রথম দুই শটের পর ২-১ এগিয়ে ছিল পঞ্জাব এফসি। এরপর মরণবাচন পাঁচ নং শটটি বিশাল কাইথ সেভ করেন এবং মোহনাবাগানের হয়ে পঞ্চম শটে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। পাঁচ শটের পর স্কোর লাইন ৪-৪ দাঁড়ায়। টাইব্রেকার চলতে থাকে এবং পঞ্জাবের সাত নং শট বিশাল কাইথ সেভ করে দেন এবং টম অ্যালড্রেড স্পট কিক থেকে গোল করতেই সেমিফাইনালে চলে যায় মোহনবাগান। কলকাতায় প্রথম সেমিফাইনালে কেরল ব্লাস্টার্স অথবা বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)