Euro Cup 2024: এক গোলে পিছিয়ে থেকেও জয় দিয়ে শুরু ডাচদের

আয়োজক জার্মানি, ফেভারিট স্পেন, গতবারের চ্যাম্পিয়ন ইতালির মত এবারের ইউরো কাপটা জয় দিয়ে শুরু করল আন্ডারডগ নেদারল্যান্ডস। রবিবার ইউরো কাপে গ্রুপ সি-র প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ড-কে।

আয়োজক জার্মানি, ফেভারিট স্পেন, গতবারের চ্যাম্পিয়ন ইতালির মত এবারের ইউরো কাপটা জয় দিয়ে শুরু করল আন্ডারডগ নেদারল্যান্ডস। রবিবার ইউরো কাপে গ্রুপ সি-র প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ড-কে। ম্যাচের ১৫ মিনিটে পোল্যান্ডের বুকসার করা গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ডাচ বাহিনী। এরপর ২৯ মিনিটে ডাচদের সমতায় ফেরান লিভারপুলে খেলা কোডি গাকপো। বিরতিতে খেলার ফল ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণে নামে নেদারল্যান্ডস।

ডাচদের একের পর এক চেষ্টা রুখে দিচ্ছিল পোল্যান্ডের ডিফেন্স। কিন্তু ৮৩ মিনিটে উইগোর্স্টের দুরন্ত গোলে শেষ অবধি তিন মিনিট পায় রোনাল্ড কোম্য়ানের কোচিংয়ে খেলা ডাচরা। ৩৬ বছর বাদে ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমে শুরুটা ভালই করল কলমা বাহিনী। এই গ্রুপের বাকি দুটি দল ডেনমার্ক ও স্লোভানিয়া নামবে দিনের দ্বিতীয় ম্যাচে।

দেখুন স্কোরবোর্ড

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)