Davis Cup 2023: ডেভিস কাপে গ্রুপ ওয়ানের প্লে-অফে ২-৩ ব্যবধানে হারল ভারতীয় টেনিস দল

২০১৯ সালে নতুন ফরম্যাট চালু হওয়ার পর এই প্রথম ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ টু-র মঞ্চে নামল ভারত।

Tennis Player Sumit Nagal (Photo Credit: Khel Now/ Twitter)

শনিবার রয়্যাল স্টেজ স্টেডিয়ামে (Royal Stage Stadium) ডেভিস কাপ-এর গ্রুপ ওয়ানের প্লে-অফ ম্যাচে ডেনমার্ক টেনিস দলের কাছে ২-৩ ব্যবধানে হেরে গেল ভারতীয় টেনিস দল। ২০১৯ সালে নতুন ফরম্যাট চালু হওয়ার পর এই প্রথম ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ টু-র মঞ্চে নামল ভারত। ১৯ বছর বয়সী হোলগার রুন (Holger Rune) পাঁচ ম্যাচের এই লড়াইয়ে ডেনমার্কের নেতৃত্বে ছিলেন। ভারতের হয়ে সুমিত নাগাল (Sumit Nagal) ও প্রজনেশ গুণেশ্বরন (Prajnesh Gunneswaran) দু'টি জয় তুলে নেন। দ্বিতীয় দিনের শুরুতেই রোহন বোপান্না (Rohan Bopanna) ও ইউকি ভামব্রির (Yuki Bhambri) জুটি হোল্গার রুন (Holger Rune) ও জোহানেস ইনগিল্ডসেনের (Johannes Ingildsen) কাছে ২-৬, ৪-৬ গেমে হেরে যান।