Zimbabwe Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থতার পর পদত্যাগ জিম্বাবয়ের প্রধান কোচ ডেভ হটনের

জিম্বাবয়ে ক্রিকেট বোর্ডের সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পর হটন আর জিম্বাবয়ের কোচ থাকছেন না সেই কথা জানিয়ে দিয়েছেন। তবে সংগঠনে নতুন ভূমিকায় তাঁকে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে।

ZIM Coach Dave Houghton (Photo Credit: Crictracker/ X)

সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাছাইপর্বে ব্যর্থতার কারণে জিম্বাবয়ের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ডেভ হটন (Dave Houghton)। নামিবিয়া ও উগান্ডার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেগা টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় জিম্বাবয়ে। প্রাক্তন এই জিম্বাবয়ের খেলোয়াড় মনে করেন, খেলোয়াড়রা এখন তার কথায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। বুধবার জিম্বাবয়ে ক্রিকেট বোর্ডের সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পর হটন আর জিম্বাবয়ের কোচ থাকছেন না সেই কথা জানিয়ে দিয়েছেন। তবে সংগঠনে নতুন ভূমিকায় তাঁকে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। সাম্প্রতিক, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ এবং ওয়ানডে সিরিজ হেরেছে তারা। আসন্ন সাদা বলের শ্রীলঙ্কা সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফ নিয়োগ করবে জিম্বাবয়ে ক্রিকেট বোর্ড। ২০২২ সালের পর এটিই হবে জিম্বাবয়ের প্রথম দ্বিপক্ষীয় সফর। Sri Lanka Cricket: শ্রীলঙ্কায় জানুয়ারিতে জিম্বাবয়ে সিরিজ

দেখুন পোস্ট