Shikhar-Rohit Friendship: দেখুন, ফ্রেন্ডশিপ ডেতে রোহিত শর্মার সঙ্গে বন্ধুত্ব নিয়ে শিখর ধাওয়ানের মনের কথা

ইনিংসে ওপেন করতে নেমে ১১৫ ওয়ানডেতে ৫১৪৮ রান করেছে রোহিত-ধাওয়ান জুটি। তাদের গড় ছিল ৫২.৫৫ এবং তাদের সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ২১০।

Shikhar Dhawan & Rohit Sharma (Photo Credit: @toisports/ X)

একসময়ে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ওপেনার হিসেবে প্রতিপক্ষের বোলিংয়ে আধিপত্য বিস্তার করতেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এই জুটি ২০১৩-২০২২ পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ওপেন করেছেন এবং ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। ইনিংসে ওপেন করতে নেমে ১১৫ ওয়ানডেতে ৫১৪৮ রান করেছে রোহিত-ধাওয়ান জুটি। তাদের গড় ছিল ৫২.৫৫ এবং তাদের সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ২১০। তাদের ১৮ শতাধিক পার্টনারশিপ এবং ১৫টি অর্ধশতক পার্টনারশিপ তাঁদের সেরার সেরা তালিকায় রাখে। রোহিত শর্মার সাথে ভারতের হয়ে ওপেন করার দিনগুলির কথা স্মরণ করে শিখর বলেন, তারা একসাথে ৮-১০ বছর ধরে ওপেন করেছে তাই সম্পর্ক খুবই ভালো। শিখর জানান যখন তিনি  পিচে 'পুত্তত জাট্টান দে বুলাওন্ডে বাকরে' গান করতেন রোহিত সেই গান বেশ পছন্দ করতেন, গানের কয়েক লাইন জানলেও ধাওয়ানকে দেখলেই সেই গান গাইতেন তিনি। Rohit Sharma Unique Record: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সচিন তেন্ডুলকরের কোন রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা

দেখুন ভিডিও