NEP vs ZIM, ICC CWC 2023 Qualifiers: জিম্বাবয়ের বিপক্ষে প্রথম উইকেটে ১৭০ রানের জুটি নেপালের, ৯৯ রানে আউট কুশল ভুরতেল
দুটি উইকেটই নিয়েছেন জিম্বাবয়ের ওয়েলিংটন মাসাকাদজা
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর বাছাইপর্ব গ্রুপ 'এ'র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেপাল ও জিম্বাবয়ে। হারারে স্টেডিয়ামে আয়োজক জিম্বাবয়েকে বেশ বিপাকে ফেলে দিয়েছে নবাগত নেপাল ক্রিকেট দল। প্রথম উইকেটের জন্য তাঁরা ১৭০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। নেপালের ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ২০২৩ সালে নামিবিয়ার বিপক্ষে যথাক্রমে ১৩৩ এবং ১৩৯ রানের পার্টনারশিপ করে এই দল। নেপালের ওপেনার কুশল ভুরতেল শুরু থেকেই অত্যন্ত সহজ ভাবে খেলছিলেন এবং ৬৩ বলে নিজের অর্ধশতক সম্পূর্ণ করেন কিন্তু ২৬ বছর বয়সী এই তারকা তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ঠিক এক রান আগে ওয়েলিংটন মাসাকাদজার বলে আউট হয়ে ফিরে যান। তাঁর সাথী ওপেনার আসিফ শেখ ৮২ বলে অর্ধশতক করেন এবং কুশলের আউটের পরই ৬৬ রানে মাসাকাদজার বলেই আউট হয়ে ফিরে যান।