Mustafizur Wickets Against ZIM: জারি দারুণ ফর্ম, জিম্বাবয়ের বিপক্ষে ঢাকায় জয়ের নায়ক মুস্তাফিজুর-সাকিব

আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই ফর্ম ফিরে পান মুস্তাফিজ এবং সেই ফর্ম নিয়েই এখন দেশের জন্য ভালো বোলিং করছেন

BAN T20I Team (BCB/ X)

শুক্রবার (১০ মে) ঢাকায় জিম্বাবয়ের বিপক্ষে বাংলাদেশের দুই অভিজ্ঞ সাকিব আল হাসান (৪-৩৫) ও মুস্তাফিজুর রহমানের (৩-১৯) প্রত্যাবর্তনের ম্যাচে উজ্জ্বল জ্বলে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধ থেকেই খেলায় নাটকীয়তা থাকলেও অবশেষ শেষ হাসি হাসে আয়োজকরা। ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান (৩৭ বলে ৫২) ও সৌম্য সরকারের (৩৪ বলে ৪১) ব্যাট করতে নেমে সূচনা পায় বাংলাদেশ, উদ্বোধনী স্ট্যান্ডটি মাত্র ৬৮ টি ডেলিভারিতে ১০১ রান করে। উদ্বোধনী জুটি ভাঙার পর মাত্র ৪২ রানে ১০ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। লুক জংউই (৩-২০) এবং ব্রায়ান বেনেট (২-২০) লড়াইয়ে টার্গেট হয় ১৪৪ রানের। তবে এই জটিল পিচে সাকিব ও মুস্তাফিজের প্রত্যাবর্তন বাংলাদেশকে জয় এনে দেয়। আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই ফর্ম ফিরে পান মুস্তাফিজ এবং সেই ফর্ম নিয়েই এখন দেশের জন্য ভালো বোলিং করছেন। Zimbabwe Bizarre Fielding: করুণ ফিল্ডিং, এক বলে দু'বার চেষ্টাতেও আউট করতে অক্ষম জিম্বাবয়ে; দেখুন ভিডিও

দেখুন ভিডিও