Laura Wolvaardt Century: মেয়েদের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর! অবিশ্বাস্য ইনিংস অধিনায়ক লরা উলভার্টের

সেরা ফর্মে থাকা লরা সম্প্রতি প্রথম ম্যাচে ৪১ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১১০ রান করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার এলিস পেরিকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছেন

Laura Wolvaardt (Photo Credit: Proteas Women/ X)

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অপরাজিত ১৮৪ রানের ইনিংস স্পর্শ করেছেন লরা উলভার্ট (Laura Wolvaardt)। প্রোটিয়ার ওপেনার অপরাজিত ১৮৪ রানের ইনিংস খেলে জোহমারি লোগেটেনবার্গের (Johmari Logetnberg) ১৫৩ রানের রেকর্ড ভেঙে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩০১ রানে নিয়ে যান। সফরের টি-টোয়েন্টি পর্বে সেঞ্চুরি করা উলভার্ট শনিবার কিম্বার্লিতে দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন। উলভার্টের ১৮৪* রানের ইনিংসটি মেয়েদের ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দক্ষিণ আফ্রিকার মেয়েদের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও ভেঙেছেন উলভার্ট। এই ইনিংসে উলভার্ট ২৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৬ রান করে লিজেল লির ৮২ রানের রেকর্ড ভেঙ্গেছেন। সেরা ফর্মে থাকা লরা সম্প্রতি প্রথম ম্যাচে ৪১ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১১০ রান করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার এলিস পেরিকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছেন। BAN Squad, IND W vs BAN W: ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশ দলে ১৫ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিংকি

দেখুন পোস্ট