Kohli Fans Troll Gambhir-Naveen: কোহলির ঐতিহাসিক শতরানের পর নেটপাড়ায় গম্ভীর-নবীনকে নিয়ে মজা বিরাট ভক্তদের

লখনউয়ের ক্রিকেটারের সঙ্গে মাঠের মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন কোহলি

Virat Kohli vs Gautam Gambhir Ugly Spat (Photo Credit: Jio Cinema/ Twitter)

বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বিরাট কোহলির 'চেজ মাস্টার' তকমা পেয়ে যান। হায়দরাবাদে আইপিএল ২০২৩-এর ৬৫ নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারায় আরসিবি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলির দুরন্ত ইনিংস দেখে টুইটারে ট্রোলড হতে হয় লখনউ সুপার জায়ান্টসের তারকা নবীন উল হক ও ফ্র্যাঞ্চাইজি মেন্টর গৌতম গম্ভীরকে। খুব বেশি দিন আগের কথা নয়,লখনউয়ের ক্রিকেটারের সঙ্গে মাঠের মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন কোহলি। এলএসজির বিরুদ্ধে আরসিবির জয়ের পর নবীন ও কোহলি বাক্য বিনিময় হয় এবং উত্তেজনার পারদ চড়ে গেলে কোহলির সঙ্গে গম্ভীরেরও কথা কাটাকাটি হয়।

দেখুন নেটপাড়ায় গম্ভীর-নবীনকে নিয়ে মজা