IND vs AUS 3rd Test Day 1, Innings Break: ভয়ঙ্কর পিচে ১০৯ রানে অলআউট ভারত
কুহনেম্যান কেরিয়ারের প্রথম ৫ উইকেট নিয়েছেন।
আজ ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ১০৯ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে। শেষ দুটি উইকেটে অশ্বিন এবং উমেশকে আউট করেছেন কুহনেম্যান। অবশেষে রান আউট হন সিরাজ। দুই ওপেনার রোহিত শর্মা ১২ রান ও শুভমান গিল ২১ রান করে আউট হওয়ার পর চেতেশ্বর পূজারাকে ১ রানে ক্লিন বোল্ড করেন নাথান লায়ন। এছাড়া রবীন্দ্র জাদেজা ৪ রান করে ফিরে যান, শ্রেয়স আইয়ার খাতাও খুলতে পারেননি। এরপর ২২ রানে টড মারফির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিরাট কোহলি। ১৭ রানে আউট হয়ে যান কেএস ভরত। অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে অশ্বিন এখন ক্রিজে দু'দলই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে। লোকেশ রাহুলের জায়গায় দলে এসেছেন শুভমন গিল, মহম্মদ শামির জায়গায় উমেশ যাদব। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের একাদশে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ককে সুযোগ দিয়েছে।