Harry Brook, ENG vs NZ 2nd Test: মাত্র ৯ ইনিংসে ৮০০ রান! টেস্ট ক্রিকেটে নয়া নজির ইংল্যান্ডের হ্যারির

নয় ইনিংসের পর এখন সবচেয়ে বেশি টেস্ট রান তাঁর। ইতিমধ্যেই ১০০.৮৮ গড়ে তাঁর সংগ্রহ ৮০৭ রান

Harry Brook (Photo Credit: Farid Khan/ Twitter)

হ্যারি ব্রুককে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ন'টি ইনিংসে ৮০৩ বলে ৮০০ রান করে ব্রুক ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছেন। টেস্টে ইতিমধ্যেই চারটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি রয়েছে তাঁর। যেখানে ব্রুককে নিয়ে হইচই এর মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আরও একটি সেঞ্চুরি করে দলকে এগিয়ে রাখলেন ইংলিশ তরুণ তারকা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ইংল্যান্ডকে উদ্ধার করে শুক্রবার বিকেলে টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ২৪ বছর বয়সী হ্যারি ব্রুক। এই মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ১০৭টি বল।

দেখুন হ্যারির শতরানের মুহূর্ত

নয় ইনিংসের পর এখন সবচেয়ে বেশি টেস্ট রান তাঁর। ইতিমধ্যেই ১০০.৮৮ গড়ে তাঁর সংগ্রহ ৮০৭ রান। ভারতের বিনোদ কাম্বলিকে টপকে যান তিনি, যার রান ছিল ৭৯৮।

সকালের সেশনে মাত্র ২১ রানে ৩ উইকেটে হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। এরপর জো রুটের সঙ্গে অপারজিত ২৯৪ রানের জুটি গড়েন হ্যারি।