BAN vs SL Out Controversy: ফের বিতর্কে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, ব্যাটে বল লেগেও নট আউট ব্যাটসম্যান
আল্ট্রাএজ নিশ্চিত করে যে সত্যিই এজ লাগে তবে শ্রীলঙ্কার খেলোয়াড়দের অবাক করে দিয়ে তৃতীয় আম্পায়ার সরকারকে নট আউট দেন
গত ২০১৮ নিধাস ট্রফি থেকে শুরু হওয়া 'নাগিন ডান্স'-এর পর, আজকাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ যেন বিনা বিতর্কে শেষই হয়না। গতকাল সিলেটে দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের উঠে আসে নয়া বিতর্ক। শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে কাল খেলতে নেমে বাংলাদেশকে জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট দেয়। রান তাড়া করার সময় বিনুরা ফার্নান্দো সৌম্য সরকারকে বলে করেন, সেই সময় ব্যাটে বল লেগে ক্যাচ হয়। অন ফিল্ড আম্পায়ার আউট দিলেও বাংলাদেশ রিভিউ নেয় এবং দায়িত্ব যায় থার্ড আম্পায়রের কাঁধে। আল্ট্রাএজ নিশ্চিত করে যে সত্যিই এজ লাগে তবে শ্রীলঙ্কার খেলোয়াড়দের অবাক করে দিয়ে তৃতীয় আম্পায়ার সরকারকে নট আউট দেন। এরপর সফরকারী দল ও আম্পায়ারের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়। যদিও এরপর আট উইকেটে জয় পায় বাংলাদেশ এখন শেষ টি-২০ ম্যাচ সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। Sanju Samson Shows Great Gesture: বিশেষ ভাবে সক্ষম শিশুর সঙ্গে ক্রিকেট খেললেন সঞ্জু স্যামসন (দেখুন ভাইরাল ভিডিও)
দেখুন ভিডিও