Babar Azam's 100th ODI: বাবরের শততম একদিবসীয় ম্যাচে পাক দল খোয়াতে পারে আইসিসি শীর্ষস্থান

এখন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারতের রেটিং পয়েন্ট সমান ১১৩

Babar Azam (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

রবিবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। প্রথম ৪টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আয়োজক পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও মুকুট হারানোর আশঙ্কায় রয়েছে। আজ একদিনের কেরিয়ারের শততম ম্যাচ খেলতে যাচ্ছেন বাবর আজম। এখন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারতের রেটিং পয়েন্ট সমান ১১৩। কিন্তু দশমিক গণনার ভিত্তিতে পাকিস্তান দল অস্ট্রেলিয়া ও ভারতের চেয়ে এগিয়ে। এই ম্যাচ জিতলে পাকিস্তান ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকবে। এই অবস্থায় অস্ট্রেলিয়া ও ভারতের রেটিং পয়েন্ট সমান ১১৩ হবে। কিন্তু এই ম্যাচে কিউই দল জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট কমে ১১২ হবে এবং পাক দল তিন নম্বরে নেমে যাবে। একই সঙ্গে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে থাকবে। বৃষ্টিতে এই ম্যাচ বাতিল হলে পাকিস্তান এক নম্বরেই থাকবে।

দেখুন পয়েন্ট টেবিল

দেখুন বাবরের অভিষেকের ভিডিও