Aus vs SA, Mitchell Starc Injury: বক্সিং টেস্টে ক্যাচ ধরতে গিয়ে রক্তাক্ত মিচেল স্টার্ক (দেখুন ছবি)

স্টার্ক মাত্র ১৩ ওভার বল করে ২ উইকেট পান চোটের পর প্রথম দিন আর বোলিং করতে পারেননি।

Mitchell Starc Injury (Photo Credit: Twitter)

দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টে বাঁ হাতের আঙুলে চোট পান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ( Mitchell Starc)। সোমবার ম্যাচে লং অন-এ ক্যাচ ধরার চেষ্টায় নিজের বোলিং আর্মে (বাঁ-হাতি বোলার হওয়ায়) চোট পান স্টার্ক। পরবর্তী পর্যবেক্ষণ ও স্ক্যানের জন্য তিনি তৎক্ষণাৎ মাঠ ত্যাগ করেন এবং পরে মাঠে ফিরে আসেন। স্টার্ক মাত্র ১৩ ওভার বল করে ২ উইকেট পান চোটের পর প্রথম দিন আর বোলিং করতে পারেননি। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট আজ সকালে নিশ্চিত করে যে স্টার্ককে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপর স্টার্ক বোলিংয়ে ফিরে আসেন এবং ৪ ওভার বল করেন। আইসিসি-র নিয়ম অনুযায়ী, বোলাররা চোটের জন্য হাতে টেপ পরতে পারবেন না। তবে, সর্বশেষ টেস্টে স্টার্কের ইনজুরির কারণে তিনি চাইলে আঙুলে টেপ লাগিয়ে বোলিং করেন।

দেখুন ছবি