Amit Mishra Reprimanded: ক্ষুণ্ণ হয়ে বল ছুঁড়েছেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য অমিত মিশ্রকে ভর্ৎসনা

নবম ওভারের আগের বলে আনমোলপ্রীত সিং তাঁর বলে ছক্কা হাঁকানোর পর পরে তাঁকে আউট করে মাঠে বল ছুড়ে দেন মিশ্র

Amit Mishra Angry, IPL 2023 (Photo Credit: JioCinema/ Twitter)

শনিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য অমিত মিশ্রকে ভর্ৎসনা করা হয়। আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় ম্যাচ চলাকালীন সরঞ্জামের অপব্যবহারের জন্য লেভেল ১-এর অপরাধ স্বীকার করে নেন মিশ্র। আর্টিকেল ২.২-তে ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রমের বাইরে যে কোনো ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন- উইকেটে আঘাত করা বা লাথি মারা এবং ইচ্ছাকৃতভাবে কোনো অ্যাকশন করা, বেপরোয়াভাবে বা গাফিলতিতে (দুর্ঘটনাজনিত হলেও উভয় ক্ষেত্রেই) বিজ্ঞাপন বোর্ডগুলোর ক্ষতি হয়। হায়দরাবাদের ইনিংসের নবম ওভারের আগের বলে আনমোলপ্রীত সিং তাঁর বলে ছক্কা হাঁকানোর পর পরে তাঁকে আউট করে মাঠে বল ছুড়ে দেন মিশ্র। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যবাধকতামূলক।