CPL T20: সিপিএলের ম্যাচের মাঝে মাঠজুড়ে মুরগীর সে কী হাঁটাহাঁটি
ঠিক যেন মনে হবে চতুর্থ আম্পয়ার মাঠ ঘুরে দেখছেন। ক্যারাবিয়ান প্রিমিয়র লিগে (CPL) গায়না অ্যামাজন ওয়ারিয়র্স ( Guyana Amazon Warriors) বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টসের (St Kitts And Nevis Patriots) মধ্যে ম্যাচের মাঝে ঢুকে পড়ল এক মুরগী।
ঠিক যেন মনে হবে চতুর্থ আম্পয়ার মাঠ ঘুরে দেখছেন। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (CPL T20) গায়না অ্যামাজন ওয়ারিয়র্স ( Guyana Amazon Warriors) বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টসের (St Kitts And Nevis Patriots) মধ্যে ম্যাচের মাঝে ঢুকে পড়ল এক মুরগী। গায়নার করা ১৬৬ রান তাড়া করতে নেমে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের শেরফান রুদারফোর্ড যখন ঝড় তোলা শুরু করছেন, তখনই মাঠে ঢুকে পড়ে এক মুরগী।
কিছুতেই সেই মুরগীটিকে মাঠের বাইরে বের করতে পারা যাচ্ছিল না। শেষ অবধি মুরগীটা পয়া হয় সেন্ট কিটসের পক্ষে। রুদারফোর্ডের ঝড়ো ৫৮ রানের ইনিংসের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সেন্ট কিটস।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)