IND vs AUS Test Series: ভারতের বিরুদ্ধে টেস্টে সিরিজে হয়তো খেলবেন না স্টার্ক, তবে থাকছেন গ্রিন

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ। এই চার টেস্টের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য দুটি দেশের কাছেই খুবই গুরুত্বপূর্ণ।

Team Australia. (Photo Credits: Twitter)

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ। এই চার টেস্টের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য দুটি দেশের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। আর অতি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার ভারতের মাটিতে টেস্ট সিরিজে পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়লেন অজি পেসার মিচেল স্টার্ক। বক্সিং ডে টেস্টে হাতের আঙুলে চোট পান স্টার্ক। এই চোট সারতে অন্তত মাস তিনেক লেগে যেতে পারে।

বক্সিং ডে টেস্ট চোট পান আরও এক অজি তারকা ক্যামেরুন গ্রিন। যে গ্রিন আইপিএলের নিলামে সাড়ে ১৮ কোটিতে বিক্রি হয়েছেন। গ্রিনকে অপারেশন করতে হবে। তবে গ্রিন এর মধ্যে চোট সারিয়ে ভারত সফরের আগে ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন-মহিলাদের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

দেখুন টুইট