Barcelona: লা লিগে জিতে ত্রিমুকুট বার্সালোনার, তবু আক্ষেপ যে কারণে

এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের ধরাছোঁয়া বাইরে চলে গিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল বার্সেলোনা।

Lamine Yamal (Photo Credit: @centregoals/ X)

Barcelona: এ ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্টে থেকে বার্সা-কে আর ধরা সম্ভব নয় দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের (৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট)। স্পেনের এক নম্বর ফুটবল লিগে বাকি আর দুটি ম্যাচ, সেখানে বার্সেলোনা এগিয়ে ৭ পয়েন্ট। এবার নিয়ে মোট ২৮ বার লা লিগা খেতাব জিতল বার্সা। যেখানে রিয়াল মাদ্রিদ রেকর্ড ৩৬ বার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মরসুমে এটি বার্সেলোনার তৃতীয় খেতাব। ক'মাস আগেই কোপা দেল রে কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে স্পেনের বিশ্বখ্যাত ক্লাবটি।

চলতি মরসুমে ত্রিমুকুট জিতলেও বার্সেলোনার বড় ক্ষেদ থেকে গেল। মরসুম জুড়ে ইয়ামালরা দারুণ খেললেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হতাশার হারটা গলায় কাঁটার মত বিঁধছে বার্সার সমর্থকদের। দশ বছর ধরে ইউরোপের সেরার খেতাব অধরা বার্সেলোনার। সেই অপেক্ষা আরও বাড়ল।

২৮ বার লা লিগার খেতাব জেতা হয়ে গেল বার্সেলোনার

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement