Messi Celebrating Christmas: ক্রিসমাস ট্রি-র সামনে দাঁড়িয়ে স্বামী ও তিন ছেলেকে নিয়ে ছবি মেসির স্ত্রীর, মুহূর্তে ভাইরাল

সুন্দর করে সাজানো একটি ক্রিসমাস ট্রি-এর সামনে দাড়িয়ে বিশ্বজয়ী স্বামী ও তিন ছেলে থিয়াগো (১০), মাতিও (৭) ও সিরো (৪)-কে নিয়ে একটি ছবি আন্তোনেলা পোস্ট করলেন ইনস্টাগ্রামে (Instagram)

স্বপরিবারে লিওনেল মেসি (Photo Credits: Instagram)

বুয়েনআইরেস: বহু প্রত্যাশিত বিশ্বকাপ জয়ের (FiFA World Cup-2022) স্বপ্নপূরণের পর প্রথম ক্রিসমাস উদযাপন। বিষয়টি যেন এবার একটু বেশি স্পেশাল ছিল বর্তমান ফুটবল বিশ্বের (Football) ভগবান (God) হিসেবে পরিচিত লিওনেল মেসির (Lionel Messi) স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর (Antonela Roccuzzo) কাছে। আর তাই ফেলিজ নাভিডাড (Feliz Navidad) মানে মেরি ক্রিসমাস (Merry Christmas) পালনে কোনও ঘাটতি রাখেননি তিনি। বন্ধু লুই সুয়ারেজের পরিবারও এবার মেসির প্রাসাদে এসে ছিলেন ক্রিসমাস উদযাপন পালন করতে।

আর তার ফাঁকেই সুন্দর করে সাজানো একটি ক্রিসমাস ট্রি (Well-decorated Chridtmass tree)-এর সামনে দাড়িয়ে বিশ্বজয়ী স্বামী ও তিন ছেলে থিয়াগো (১০), মাতিও (৭) ও সিরো (৪)-কে নিয়ে একটি ছবি আন্তোনেলা পোস্ট করলেন ইনস্টাগ্রামে (Instagram)। যার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবেই যেন তাঁদের পরিবার সুখে শান্তিতে থাকে তারা প্রার্থনা করেছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Antonela Roccuzzo (@antonelaroccuzzo)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now