Chhattisgarh: ছত্তিশগড়ের জঙ্গল থেকে উদ্ধার চিতার ছানা, উদ্ধার বনকর্মীদের
খাবার খুঁজতে বেরিয়ে এসে শ্রমিকদের ভয়ে পালিয়ে যায় চিতাটি, রেখে চলে যায় দেড় মাসের শিশুটিকে
ছত্তিশগড়ে একটি চিতার ছানাকে উদ্ধার করল বন দফতর।ফিঙ্গেশ্বর বনবিভাগের জ্ঞানিয়ারী থেকে উদ্ধার করা হয় মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া চিতা শিশুটি।মঙ্গবার সকালে চিতা বাঘটি শিশুদের নিয়ে খাবার সংগ্রহে বেরিয়েছিল। পাশেই কিছু শ্রমিকদের দেখে বনের মধ্যে ছুট দেয় সে।পড়ে থাকে দেড় মাসের শিশুটি। সেখানে উপস্থিত শ্রমিকরা শিশুটিকে ঘিরে ধরে। খবর দেওয়া হয় বনদফতরকে।
বনদফতরের কর্মী এসে চিতার ছানাটিকে উদ্ধার করে।