Maharashtra Violence: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত নাসিক, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে এবার উত্তপ্ত হল মহারাষ্ট্র। স্বাধীনতা দিবসের পরদিনই নাসিকে পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেরোয়।

বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে এবার উত্তপ্ত হল মহারাষ্ট্র। স্বাধীনতা দিবসের পরদিনই নাসিকে (Nashik) পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেরোয়। সেই মিছিলেই হামলা চালায় আরেকটি গোষ্ঠীর মানুষরা। ফলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কার্যত লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়া হয়। অবশেষে বেলা গড়াতে পরিস্থিতি স্বাভাবিক আনে পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একাধিক জায়গায় প্রশাসন কড়া  নজরদারি রেখেছে। জারি রয়েছে ১৪৪ ধারা।