Varanasi: বছরের প্রথম গঙ্গা আরতি ও সূর্য পূজার সূচনা বারাণসীর অসি ঘাটে, দেখুন তারই এক ঝলক (রইল ভিডিও)
সূর্য গঙ্গায় ডুব দিতেই জ্বলে ওঠে কয়েকশো প্রদীপ। ঘণ্টা নেড়ে ফুল হাতে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় বৈদিক মন্ত্র। মা গঙ্গার বিশেষ পুজো শেষে ঘিয়ে ডোবানো সলতেয় জ্বলে ওঠা পঞ্চপ্রদীপ হাতে পুরোহিতরা শুরু করেন গঙ্গা আরতি।
সূর্য গঙ্গায় ডুব দিতেই জ্বলে ওঠে কয়েকশো প্রদীপ। ঘণ্টা নেড়ে ফুল হাতে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় বৈদিক মন্ত্র। মা গঙ্গার বিশেষ পুজো শেষে ঘিয়ে ডোবানো সলতেয় জ্বলে ওঠা পঞ্চপ্রদীপ হাতে পুরোহিতরা শুরু করেন গঙ্গা আরতি। এই আরতি দেখতে বারাণসীর গঙ্গাবক্ষে জড়ো হন কয়েক হাজার পর্যটক।শুধু সূর্যাস্ত নয় সূর্যোদয়ের সময় সূর্য পূজার সময়ও চাক্ষুষ করা হয় প্রথা মেনে চলা আসা বারাণসীর ঘাটের এই আরতি।
গতকাল শেষ হয়েছে পুরানো বছর ২০২৩। আজ সকাল তাই নতুন বছরের সূচনা। ২০২৪ এর প্রথম দিনে উত্তরপ্রদেশের বারাণসীর অসি ঘাটে বৈদিক মন্ত্রোচ্চারণের পাশাপাশি অনুষ্ঠিত হল গঙ্গা আরতি ও সূর্য পূজারও। দেখুন তারই এক ঝলক-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)