UPSC Results Declared on upsc.gov.in: প্রকাশিত UPSC-র ফল, প্রথম আদিত্য শ্রীবাস্তব, দ্বিতীয়,তৃতীয় কারা হলেন দেখুন

UPSC (Photo Credit: Twitter)

মঙ্গলবার প্রকাশিত হল UPSC-র ফল। UPSC-তে এবার প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। পাশাপাশি ভারতের এই সর্বোচ্চ পরীক্ষায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন অনিমেষ প্রধান এবং দনুরু অনন্যা রেড্ডি। চতুর্থ হয়েছেন পি কে সিদ্ধার্থ রামকুমার, পঞ্চম হন রুহানি। ষষ্ঠ হয়েছেন সৃষ্টি দাবাস, সপ্তম আনমোল রাঠোর, অষ্টম হন আশিষ কুমার। নবম স্থান অধিকার করেন নওসিন এবং দশম হন ঐশ্বর্য প্রজাপতি।  upsc.gov.in , এই লিঙ্কে গিয়ে নিজের বা কাছের মানুষের  UPSC-র ফলাফল নেন নিন। যে সব পরীক্ষার্থীরা ইউপিএসসি মেইনসে পাশ করেন,তাঁদের ফাইনাল পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়। চলতি বছরের ২ জানুয়ারি থেকে এই ফাইনাল পার্সোনালিটি টেস্ট শুরু হয়। চলে ৯ এপ্রিল পর্যন্ত। ফাইনাল পার্সোনালিটি টেস্ট শেষ হলে, তার ফল প্রকাশিত হয় আজ।

দেখুন ট্যুইট...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif