BJP BJD Odisha: পক্ষ নয় নবীনকে প্রতিপক্ষ করে ওডিশায় একাই লড়বে বিজেপি, জগন্নাথের রাজ্যে ২১ লোকসভা আসনেই থাকছে পদ্ম প্রার্থী

জোটে জল। নবীন পট্টনায়েকের সঙ্গে জোটের কথা অনেক দূর গড়িয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে এল বিজেপি। লোকসভার সঙ্গেই ওডিশায় হবে বিধানসভা নির্বাচনও।

(Photo Credits: ANI)

জোটে জল। নবীন পট্টনায়েকের সঙ্গে জোটের কথা অনেক দূর গড়িয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে এল বিজেপি। লোকসভার সঙ্গেই ওডিশায় হবে বিধানসভা নির্বাচনও। আর বিজেপি জানিয়ে দিল, বিজু জনতা দল বা অন্য কারও সঙ্গে কোন জোট নয়, ওডিশায় তারা ২১টি লোকসভা আসনেই লড়বে। পাশাপাশি রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনেও বিজেপি একাই লড়াই করবে। জগন্নাথের রাজ্যে বিজেপি হল প্রধান বিরোধী দল। তবে রাজ্যের শাসক দল নবীন পট্টনায়েকের বিজেডি-র সঙ্গে পদ্ম শিবিরের সম্পর্ক খুবই ভাল।

ওডিশায় বিজেপি নেতারা নবীন পট্টনায়েকের যতই বিরোধিতা করুক, নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর বড় প্রশংসক। নবীন পট্টনায়কও কখনই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন না। এবার বিজেডি আর বিজেপির জোট প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু সেটা হলে কংগ্রেস ভোট বাড়িয়ে ফেলতে পারে। এই আশঙ্কাই জোটে গেল না বিজেপি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপি-বিজেডি-র ভিতরে রফা থাকছেই।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)