Ramdev Wax Statue: আসল-নকল বোঝা দায়, দিল্লিতে উদ্বোধন হল রামদেবের মোমের মূর্তি, রাখা হবে নিউ ইয়র্কের মিউজিয়ামে

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে মাদাম তুসো মিউজিয়ামে রাখা হবে রামদেবের এই মূর্তি। রামদেব হলেন প্রথম ভারতীয় যোগগুরু যার মূর্তি বিদেশের এই মর্যাদাপূর্ণ মিউজিয়ামে রাখা হবে।

Ramdev Wax Statue (Photo Credits: X)

দিল্লিতে (Delhi) উদ্বোধন হল যোগগুরু রামদেব বাবার মোমের মূর্তি (Ramdev Wax Statue)। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে মাদাম তুসো মিউজিয়ামে (Madame Tussauds Museum) রাখা হবে রামদেবের এই মূর্তি। আজ রাজধানীতে 'মাদাম তুসো নিউ ইয়র্ক' (Madame Tussauds New York ) দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বৃক্ষাসন ভঙ্গিতে রামদেবের (Ramdev) মূর্তিটি উদ্বোধন করেছেন খোদ যোগগুরুই। আসল কোনটা আর নকল কোনটা তা ফারাক করা মুশকিল। রামদেব (Ramdev) হলেন প্রথম ভারতীয় যোগগুরু যার মূর্তি বিদেশের এই মর্যাদাপূর্ণ মিউজিয়ামে রাখা হবে। রামদেবের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।

দেখুন...