Lok Sabha Elections 2024: শেষের মুখে দ্বিতীয় দফার ভোটপর্ব, গ্রামের বাড়ি আমরোহার ভোটকেন্দ্রে পরিবারের সঙ্গে মহম্মদ শামি

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'দেশের প্রতিটা জনগণের নিজের পছন্দের সরকার বেছে নেওয়ার অধিকার আছে। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রয়েছে'।

Mohammed Shami arrives at a polling booth in Amroha to cast his vote (Photo Credits: ANI)

Lok Sabha Elections 2024: শেষের মুখে দ্বিতীয় দফার লোকসভা ভোটপর্ব। শুক্রবার, ২৬ এপ্রিল বাংলার তিনটি আসন (দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট) মিলিয়ে ১৩টি জেলার মোট ৮৯টি আসনে ভোট চলছে। উত্তরপ্রদেশের ৮টি আসনে এদিন ভোটগ্রহণ পর্ব চলছে। ভোট দিতে এদিন আমরোহায় গ্রামের বাড়িতে এলেন ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। পরিবারের সঙ্গে ভোটকেন্দ্রে এলেন ভোট দিতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'দেশের প্রতিটা জনগণের নিজের পছন্দের সরকার বেছে নেওয়ার অধিকার আছে। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রয়েছে'।

আরও পড়ুনঃ অক্সিজেন সাপোর্ট নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন ৭৮-এর বৃদ্ধা

ভোট দিলেন শামি... 

মিডিয়ার সামনে শামি...