Loksabha Election 2024: Tamil Nadu: অভিনেতা এবং এম এন এম প্রধান কমল হাসান চেন্নাইয়ের কোয়াম্বেদুতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন (দেখুন ভিডিও)
গোটা দেশের মত তামিলনাড়ুতেও চলছে লোকসভার নির্বাচন। সেই রাজ্যে মূলত লড়াই ডি এম কে ও এডিএমকে- র মধ্যে। তারই মধ্যে গত বিধানসভা নির্বাচনে মক্কল নিধি মাইম (Makkal Needhi Maiam) নামে একটি দল গঠন করেন প্রবীণ অভিনেতা কমল হাসান। আসন না পেলেও ভোট শতাংশে ভালো প্রভাব ফেলেছিল তাঁরা।
গোটা দেশের মত তামিলনাড়ুতেও চলছে লোকসভার নির্বাচন। সেই রাজ্যে মূলত লড়াই ডি এম কে ও এডিএমকে- র মধ্যে। তারই মধ্যে গত বিধানসভা নির্বাচনে মক্কল নিধি মাইম (Makkal Needhi Maiam) নামে একটি দল গঠন করেন প্রবীণ অভিনেতা কমল হাসান। আসন না পেলেও ভোট শতাংশে ভালো প্রভাব ফেলেছিল তাঁরা। এবারের লোকসভা নির্বাচনে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে না তার বদলে তাঁরা ডি এমকে ( DMK)কে সমর্থন করেছে এবং তাঁদের হয়েই প্রচার করেছে।আজ সকালে চেন্নাইয়ের কোয়াম্বেদুতে অভিনেতা এবং এমএনএম(MNM)প্রধান কমল হাসান ভোট কেন্দ্রে তার নিজের ভোট দিয়েছেন৷ দেখুন সেই ছবি-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)