Andhra Pradesh: বিতর্কিত মন্তব্যের জের! মেয়রের বাড়িতে আবর্জনা ফেলে দিয়ে গেল আমজনতা, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার সকালে মেয়রের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আমজনতা। এরপরই বাড়িতে ছুড়ে-ছুড়ে ফেলা হয় আবর্জনা। চোখের পলকে কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয় মেয়র সুরেশ বাবুর বাড়ি।
নয়াদিল্লিঃ ট্যাক্স(Tax) না দিলে বাড়ির ময়লা(Garbage) পরিস্কারের দায়িত্ব নেবে না পুরসভা এমনটা ঘোষণা করেছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) কাদাপার মেয়র(Mayor) সুরেশ বাবু(Suresh Babu)। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তাঁর এই মন্তব্যের পর একজোট হয়ে মেয়রের বাড়ির দরজায় আবর্জনা ফেলল স্থানীয়রা। মঙ্গলবার সকালে মেয়রের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আমজনতা। এরপরই বাড়িতে ছুড়ে-ছুড়ে ফেলা হয় আবর্জনা। চোখের পলকে কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয় মেয়র সুরেশ বাবুর বাড়ি।