Bharat Bandh: সোমবার ১২ ঘণ্টার ভারত বনধ, দোকান বন্ধ রাখার অনুরোধ
ফের কৃষক আন্দোলনে ঝাঁঝ বাড়ছে। আগামিকাল, সোমবার পঞ্জাব- হরিয়ানা সহ গোটা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকের সংগঠন। কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এই বনধ নিয়ে থমথমে দুই রাজ্য।
ফের কৃষক আন্দোলনে ঝাঁঝ বাড়ছে। আগামিকাল, সোমবার পঞ্জাব- হরিয়ানা সহ গোটা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকের সংগঠন। সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। মূলত পঞ্জাব ও হরিয়ানাতেই এই বনধ হবে।
কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এই বনধ নিয়ে থমথমে দুই রাজ্য। বনধকে সমর্থন করতে আন্দোলনকারীদের পক্ষ থেকে সব যানবাহন, দোকান, অফিস বন্ধ রাখার আবেদন করা হয়েছে। বনধে কোনওরকম অশান্তি ও ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। নুন্যতম সহায়ক মূল্য, কৃষকদের ওপর পুলিশী অত্যাচারের প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)